বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনায় চোট পেলেন মমতা
প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গতকাল বুধবার পূর্ব বর্ধমানে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে তাঁর গাড়ি। এতে মাথায় চোট পেয়েছেন তিনি। তবে মমতার আঘাত গুরুতর নয়।
কলকাতায় ফেরার পথে জিটি রোডে ওঠার মুখে তাঁর গাড়ি হঠাৎ জোরে ব্রেক করে। ওই সময় পুলিশের একটি গাড়ি মমতার গাড়িবহরের সামনে চলে আসে। ফলে তাঁর গাড়িচালক দ্রুত গাড়ি থামাতে বাধ্য হন। এতে মাথায় চোট পান মমতা।
এরপর ঘটনাস্থলে কিছুসময় অপেক্ষা করেন মমতা। পরে গাড়িতে চড়ে রাজ্যপালের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে রাজভবনে চলে যান। ওই সময় তাঁকে মাথায় হাত দিয়ে গাড়িতে বসে থাকতে দেখা যায়।
এর আগে পঞ্চায়েত ভোট ও বিধানসভার ভোটের সময়ও পথে আঘাত পেয়েছিলেন মমতা। এমনকি পায়ে গুরুতর আঘাত পাওয়ায় বিধানসভার ভোটের সময়টা তাঁকে হুইলচেয়ারে কাটাতে হয়েছিল।
মমতার বারবার আঘাত পাওয়ার প্রসঙ্গে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ভোট এলেই মুখ্যমন্ত্রী পায়ে আঘাত পান। এটা ভালো লক্ষণ নয়।