তৃণমূলের ভোট বেড়েছে ৩.৫০%, বিজেপির কমেছে ৩%
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট গণনার মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে। এতে দেখা যাচ্ছে, রাজ্যের দল তৃণমূল কংগ্রেস সব ক্ষেত্রে বিজেপির চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বেলা ২টা নাগাদ তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় সাড়ে ৩ শতাংশ বেশি ভোট পেয়েছে। ২০১৯ সালে তৃণমূল পেয়েছিল ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট এবং এবার পেয়েছে ৪৬ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে বিজেপির ভোট কমেছে ৩ দশমিক ২ শতাংশ। কিন্তু বুথফেরত জরিপে বলা হয়েছিল যে এবার রাজ্যে বিজেপির ২ থেকে ৩ শতাংশ ভোট বাড়বে।
২০১৯ সালে রাজ্যে বিজেপি পেয়েছিল ৪০ দশমিক ৭ শতাংশ ভোট। এবার পেয়েছে ৩৭ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রের ক্ষমতাসীন দলটি পিছিয়ে রয়েছে গতবারের তুলনায় প্রায় অর্ধেক আসনে। বিজেপি যেখানে গতবার পেয়েছিল ১৮ আসন, সেখানে এখন তারা এগিয়ে রয়েছে ১০ আসনে।
তৃণমূল কংগ্রেস গতবার ২০ আসনে জয় পেলেও এবার তারা রাজ্যের ৪২ আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে।
বামফ্রন্ট-কংগ্রেসের ভোট আরও কমল
অর্ধেক রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে, গতবারের চেয়ে প্রায় ১ শতাংশ কমে গেছে সিপিআইএম দলের ভোট। ২০১৯ সালে যেখানে তারা পেয়েছিল ৬ দশমিক ৩ ভোট, সেখানে এবারে পেয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। যদিও প্রচার পর্যায়ে এবার সিপিআইএমকে ভালোভাবে মাঠে দেখা গিয়েছিল।
কংগ্রেসের ভোট কমেছে ঠিক ১ শতাংশ। ২০১৯ সালে ৫ দশমিক ৭ থেকে কমে ৪ দশমিক ৬ হয়ে গেছে। তারা অন্তত একটি আসন পাবে কি না, তা এখনো খুব স্পষ্ট নয়। গতবার পশ্চিমবঙ্গে কংগ্রেস পেয়েছিল দুটি আসন।