এপ্রিলেই সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত: জাতিসংঘ
চীনকে টপকে চলতি মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত। গতকাল সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ বলেছে, চলতি এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে ভারত জনসংখ্যায় চীনের মূল ভূখণ্ডের সমান হবে এবং এরপর চীনকে ছাড়িয়ে গিয়ে ভারত হবে সবচেয়ে জনবহুল দেশ।
গত সপ্তাহে বৈশ্বিক জনসংখ্যা পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ বছরের মাঝামাঝি জনসংখ্যায় চীনকে টপকে যেতে পারে ভারত।
সবচেয়ে জনবহুল দেশ হওয়ার কারণ হিসেবে ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং গত বছর চীনের জনসংখ্যা কমে ১৪২ কোটি ৬০ লাখে নামার কথা বলা হচ্ছে।
জাতিসংঘ পূর্বাভাস দিয়েছে, আগামী বছরগুলোয় চীনের জনসংখ্যা আরও কমবে। জাতিসংঘের পূর্বাভাসে বলা হচ্ছে, পঞ্চম শতকে রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে চীন ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। কিন্তু দেশটির জনসংখ্যা এখন কমতে থাকবে। চলতি শতকের শেষে চীনের জনসংখ্যা ১০০ কোটিতে নামবে।
চীনে জনসংখ্যা হ্রাসের পেছনে ২০১৬ সালের আগপর্যন্ত কয়েক দশক বিবাহিত দম্পতিদের ‘এক সন্তান নীতি’ কঠোরভাবে মানতে বাধ্য করার কথা বলা হচ্ছে।
অন্যদিকে ভারতের জনসংখ্যা নিয়ে জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়েছে, চীনে জনসংখ্যা কমলেও আগামী দশকগুলোতে ভারতের জনসংখ্যা বাড়তেই থাকবে।