ধুমধাম করে কুকুরের জন্মদিন উদ্‌যাপন

জিপ গাড়িতে গলায় মালা পরিহিত লুডোসহ তরুণেরা
ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও থেকে

কোনো প্রাণীর জন্মদিন উদ্‌যাপনের কথা শুনলে যে কারও ভ্রু কুঁচকাতে পারে। কিন্তু সেই প্রাণীটি যখন হয় রাস্তায় ঘুরে বেড়ানো কোনো কুকুরের জন্মদিন, তাহলে কেমন হবে ভাবুন তো। সেটাই হয়েছে ভারতের মধ্যপ্রদেশের দেবাস এলাকায়। একদল তরুণ বেশ ধুমধাম করে রাস্তায় ঘুরে বেড়ানো একটি কুকুরের জন্মদিন উদ্‌যাপন করেছেন। গলায় ফুলের মালা পরিয়ে, জিপ গাড়িতে চড়িয়ে, আতশবাজি ফুটিয়ে কুকুরের জন্মদিন উদ্‌যাপন করেন তাঁরা। জন্মদিন উপলক্ষে কেকের আয়োজন করতেও ভোলেননি তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরের ওই জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা সেই ঘটনাটি বেশ উপভোগ করেছেন। এটা যে তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে, সেটা তাঁদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে।

কুকুরটির নাম রাখা হয়েছে ‘লুডো’। এই লুডোর জন্মদিন সম্পর্কে সবাইকে জানাতে তরুণেরা আগেই রাস্তার পাশে বড় একটি বিলবোর্ড লাগিয়েছেন। এতে কুকুরের ছবিসহ বড় বড় অক্ষরে লেখা ছিল—‘আমাদের সবার প্রিয়, বিশ্বস্ত ও সাহসী লুডো ভাইয়ের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।’

তরুণেরা যখন জিপ গাড়িতে করে লুডোকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন অনেকে তার গায়ে ফুল ছিটিয়ে দিচ্ছিলেন। তার গলায় ছিল অনেকগুলো ফুলের মালা। ভিডিওর একেবারে শেষে একটি অর্থপূর্ণ বার্তা দেওয়া হয়েছে, যাতে কুকুর ও নিরীহ প্রাণীদের রক্ষার জন্য মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া ওই ভিডিও ১ লাখ ৮২ হাজারবার দেখা হয়েছে। অনেকে ভিডিওটিতে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন লিখেছেন, ‘এটি খুবই সুন্দর। কিন্তু সাধারণ কেক আর মিষ্টি কুকুরের জন্য ভালো নয়। দয়া করে সতর্ক থাকুন।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ভিডিও আমার দিনটিকে অন্য রকম করে দিয়েছে। এসব তরুণকে আমার অন্তর থেকে স্যালুট জানাই।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনারা আমার মনকে পুলকিত করেছেন। আমাদের রাস্তার কুকুরগুলো কারও চেয়ে কম নয়।’