কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চিকিৎসার জন্য এক সপ্তাহের জামিন চেয়ে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিলেন তিনি। গতকাল বুধবার শুনানি শেষে আদালত তাঁর আবেদন নাকচ করে দেন।
আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি এখন দিল্লির তিহার কারাগারে আছেন। তবে লোকসভা নির্বাচনের জন্য তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত।
নির্বাচনের ভোট গ্রহণ শেষে গত রোববার কেজরিওয়ালকে আবার কারাগারে পাঠানো হয়। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক।