বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবে ভারতের চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেলে চেন্নাইয়ের অনেক আবাসিক এলাকা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনকে ধুঁকতে হচ্ছে। আগামীকাল ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পরিস্থিতির কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চেন্নাইয়ের অনেক সড়ক তলিয়ে গেছে। বানের তোড়ে ভেসে গেছে অনেকগুলো গাড়ি। চেন্নাইয়ের অনেক এলাকা এখনো ডুবে আছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গত রাতভর চেন্নাই শহর ও আশপাশের জেলাগুলোয় ভারী বৃষ্টি হয়েছে। ভোর নাগাদ বিগত ২৪ ঘণ্টায় কোনো কোনো এলাকায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে চেন্নাই ও আশপাশের তিনটি জেলার সরকারি দপ্তর, স্কুল–কলেজ বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকার বেসরকারি কোম্পানিগুলোর প্রতি কর্মীদের বাসায় বসে কাজ করতে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
দুর্গত জনগণকে সহায়তার জন্য উপকূলীয় জেলাগুলোয় পাঁচ হাজার ত্রাণকেন্দ্র চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতির ওপর নজর রাখছেন।