বাংলাদেশি বলে চিহ্নিত করে নারীকে ফেরত পাঠাচ্ছে দিল্লি
অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিশেষ নির্দেশ জারির দুই সপ্তাহ পর দিল্লি পুলিশ ২৮ বছরের এক নারীকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে। গতকাল শুক্রবার দিল্লি পুলিশ এই খবর জানিয়ে বলেছে, সোনালী শেখ নামের ওই নারী ছয় বছর ধরে অবৈধভাবে এ দেশে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বাংলাদেশের নড়াইল জেলা থেকে ছয় বছর আগে সোনালী তাঁর মা, বাবা ও ভাইকে নিয়ে ভারতে চলে আসেন। প্রথমে তাঁরা মুম্বাইয়ে বসবাস করতে থাকেন। জীবিকা নির্বাহে গৃহপরিচারিকার কাজ নেন। তিন বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়। মাকে নড়াইলে পাঠিয়ে দেন। মুম্বাইয়ে বসবাসের খরচ বেশি বলে নিজে চলে আসেন দিল্লি। পুলিশ জানায়, সোনালীকে দিল্লির রুচি বিহার এলাকা থেকে আটক করা হয়। অন্য অনেক অনুপ্রবেশকারীর মতো সোনালীর কাছ থেকে কোনো আধার কার্ড পাওয়া যায়নি।
সম্প্রতি নকল আধার কার্ড তৈরির অভিযোগে দিল্লি পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ৫ জন বাংলাদেশি বলে অভিযোগ।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। ১০ ডিসেম্বর দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার বিশেষ নির্দেশ জারি করেন। একই সঙ্গে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) নামেও সামাজিক মাধ্যমে প্রচার অভিযান চালানো শুরু হয়, যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কীভাবে চিহ্নিত করতে হবে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়েছে।