কর্ণাটকে ভোট গ্রহণ চলছে, ফল ঘোষণা ১৩ মে
ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এবার কর্ণাটক বিধানসভায় ২২৪ আসনে ভোট হচ্ছে। ১৩ মে ফলাফল ঘোষণা করা হবে।
দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিজেপির বিজয়রথ রুখে কংগ্রেস রাজনীতি জমিয়ে দেবে, নাকি ম্যাজিশিয়ান মোদি শেষ প্রহরের কিস্তিমাতে চওড়া হাসি হাসবেন—এ নিয়ে চলছে জল্পনা। এ ছাড়া রয়েছে তৃতীয় সম্ভাবনা—ত্রিশঙ্কু বিধানসভায় ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) নির্ণায়কের ভূমিকায় এসে গেলে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে।
২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় সরকার গড়তে দরকার ‘ম্যাজিক ফিগার’ ১১৩। কেউ এককভাবে এত আসন না–ও পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ভোট দিয়ে বেরিয়ে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা বলেন, তিনি আশা করছেন, এবার বিজেপি ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পাবে। তিনি বলেন, ‘এবারও আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব এবং সরকার গঠন করব। বিজেপি ১৩০ থেকে ১৩৫টি আসনে জয় পাবে।’
বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই রাজ্যবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ভোটারদের উদ্দেশে একই আহ্বান জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
উল্লেখ্য, কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে ১০৪ আসনে, ভোট পায় সাড়ে ৩৬ শতাংশ। কংগ্রেস প্রায় ২ শতাংশ বেশি ভোট টেনেও আসন জেতে ৮০টি। ১৮ শতাংশ ভোট পেয়ে জেডিএস জেতে ৩৭টি আসন।