কলকাতায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু, বাংলাদেশও এবারের অংশীদার দেশ

কলকাতার পর্যটন মেলায় বাংলাদেশি প্যাভিলিয়নছবি : ভাস্কর মুখার্জি।

কলকাতায় গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা শুরু হয়েছে। মেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার সায়েন্স সিটি সংলগ্ন বিশ্ব বাংলা প্রাঙ্গণে। আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও এবারের মেলার অংশীদার বা পার্টনার কান্ট্রি।

গতকাল দুপুরে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশ-বিদেশের অতিথিরা একযোগে মেলাটির উদ্বোধন করেন। মেলায় ১০টি দেশ ও ভারতের ২৬টি রাজ্যের মোট ৪৫০টি পর্যটন সংস্থা অংশ নিয়েছে।

পর্যটন মেলার এবারের অংশীদার দেশগুলো হলো—   বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস ও থাইল্যান্ড। এসব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা মেলায় যোগ দিয়েছেন। পূর্ব ভারতের সবচেয়ে বড় এই পর্যটন মেলাটি ১৯৮৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

কলকাতায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা
ছবি : ভাস্কর মুখার্জি।

এবারের মেলায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে যোগ দেওয়া সংস্থাগুলো হলো— স্পিড হলিডেজ, এ-ওয়ান ট্যুর সলিউসন, এভারগ্রিন টুরিজম নেটওয়ার্ক, বেঙ্গল হলিডেজ, রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস, হোটেল গ্র্যান্ড পার্ক ও বিজকন হলিডেজ।

বাংলাদেশের সংস্থাগুলো নিজেদের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও সেখানে পর্যটনের সুযোগ-সুবিধা সংবলিত প্রচারপত্র বিলি করছে। বাংলাদেশ ভ্রমণে আগ্রহীদের ভ্রমণের বৃত্তান্ত ও সম্ভাব্য খরচের বিষয় জানানো হচ্ছে। দেওয়া হচ্ছে ভ্রমণপিপাসুদের হাতে নানা তথ্য সংবলিত ব্রুসিয়ারও (নির্দেশিকা)।