কলকাতায় প্রধান জামাত হয়েছে ধর্মতলার রেড রোডে
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় আজ সোমবার পবিত্র ঈদুল আজহা পালন করছে। প্রতিবছরের মতো কলকাতায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মতলার রেড রোডে। সেখানে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
রাজ্যের হাজারো মসজিদে নামাজ আদায় শেষে দেশের অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত হয়।
এ ছাড়া কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড, পার্ক সার্কাসসহ শহরের বিভিন্ন নামী মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিউটাউনের অ্যাক্সিস মল ময়দান, কালীঘাট ক্লাব ময়দান, মোমিনপুরের হোসেন শাহ পার্কে নারীরা পৃথকভাবে নামাজ আদায় করেছেন। বাড়ির ছাদেও পাড়াপড়শিরা একযোগে নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার জন্য বিশেষ প্রার্থনা করেন। এরপর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন পশু কোরবানি দেন।