ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে পেটালেন যাত্রী

সহপাইলট অনুপ কুমার যখন যাত্রীদের দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন, তখনই উড়োজাহাজের পেছনের সারির আসন থেকে এক যাত্রী তাঁর দিকে তেড়ে আসেন

ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের পাইলটকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়তে হচ্ছে বলে পাইলটের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার কুয়াশার কারণে দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটটি (৬ই-২১৭৫) ছাড়তে কয়েক ঘণ্টা দেরি হচ্ছিল। ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটের সহপাইলট অনুপ কুমার যখন যাত্রীদের দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন, তখনই উড়োজাহাজের পেছনের সারির আসন থেকে এক যাত্রী তাঁর দিকে তেড়ে আসেন। হলুদ হুডিতে মাথা ঢাকা ওই যাত্রী পাইলটকে থাপ্পড় দেন। ঘটনার পরপরই ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।

অভিযুক্ত ওই যাত্রীর নাম সাহিল কাটারিয়া। পাইলট ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

উড়োজাহাজ সংস্থাটি আনুষ্ঠানিকভাবে মামলার প্রস্তুতি নিচ্ছে।

মূলত ফ্লাইটটির পাইলট ছিলেন অন্য একজন। কিন্তু ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হওয়ায় তাঁর নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী পরে ওই পাইলটের জায়গায় অনুপ কুমারকে নিয়ে আসা হয়েছিল।

ঘন কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছিল। এরই মধ্যে যাত্রীর ক্ষোভ প্রকাশের এমন ঘটনা ঘটল। গতকাল বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের ওঠানামায় অনেক দেরি হতে দেখা গেছে। কোনো কোনো ফ্লাইটে সাত থেকে আট ঘণ্টার বেশি দেরি হয়েছে।

মূলত উত্তর ভারতে ঘন কুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ইন্ডিগো, স্পাইসজেট, ভিসতারাসহ বড় বড় উড়োজাহাজ সংস্থাগুলো বলেছে, বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে দিল্লি ও কলকাতায় ফ্লাইট চলাচলের এই বিলম্ব অব্যাহত থাকতে পারে।