‘পুলিশের পোশাকে’ দেখলে কামড়ানোর প্রশিক্ষণ কুকুরের, সেই কৌশলেই পালালেন গাঁজা ব্যবসায়ী
সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীর ওপর নজর রাখছিলেন পুলিশ সদস্যরা। একদিন হুট করেই তাঁর বাসায় অভিযান চালালেন তাঁরা। তবে দেখা দেয় উল্টো বিপত্তি। কারণ, ওই বাড়িতে থাকা পোষা কুকুরগুলোর হামলায় নাজেহাল হতে হয় তাঁদের। এরই ফাঁকে সেখান থেকে সটকে পড়েন ওই ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কোত্তায়াম শহরে, গত রোববার রাতে। আসলে ওই ব্যবসায়ী কুকুরগুলোকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন। প্রশিক্ষণের ফলে পুলিশের খাকি রঙের পোশাকে কাউকে দেখলেই কামড়ানোর জন্য তেড়ে যায় সেগুলো। রোববার রাতে কেরালা পুলিশের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল।
তবে ওই ব্যবসায়ী পালালেও তাঁর বাসা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে কোত্তায়াম জেলার পুলিশ সুপার কে কার্তিক বলেন, ‘আমরা আশা করিনি সেখানে অতগুলো কুকুর থাকবে। আর সেগুলো এতটা হিংস্র হবে। এ কারণে, তল্লাশি করতে গিয়ে আমাদের সমস্যার মুখে পড়তে হয়। ভাগ্য ভালো যে কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই ব্যক্তি কুকুরগুলোকে খাকি রঙের পোশাকে কাউকে দেখলে কামড়ানোর প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে কুকুর দেখভালের প্রশিক্ষণ নিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযান চালানোর সময় ওই বাড়িতে প্রায় ১৩টি কুকুর ছিল। সেগুলোকে বশে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় কুকুর প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাই অনেকে তাঁদের পোষা কুকুরগুলো তাঁর কাছে রেখে যেতেন। ওই কুকুরগুলোকে এখন সেগুলোর মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।