সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরির জীবনাবসান
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
৭২ বছর বয়সী সীতারাম ইয়েচুরি গত ১৯ আগস্ট এআইআইএমএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। এআইআইএমএস–এর চিকিৎসক অধ্যাপক রিমা দাদা এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েচুরির পরিবার তাঁর মরদেহ শিক্ষা ও গবেষণার জন্য এআইআইএমএস–এ দান করেছেন।
প্রায় ৫০ বছর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। ২০১৫ সালে তিনি সিপিআই (এম)–এর প্রধানের দায়িত্বে আসেন। তাঁর নেতৃত্বের সময়ে সিপিআই (এম) প্রথমবারের মতো গত বছর কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে মিলে নির্বাচনপূর্ব জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট গঠন করে।
রাজনীতিতে ইয়েচুরি পরিচিত মুখ হয়ে ওঠেন ১৯৭০–এর দশকে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জেএনইউ–এ একটি অনুষ্ঠানে যোগদানে বাধা দেন এবং তাঁর সামনেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের করা দাবি পড়ে শোনান তিনি।