থ্রি ইডিয়টসের বাস্তবের ‘র‌্যাঞ্চো’র দাবি মেনে রাজঘাটে নিয়ে গেল দিল্লি পুলিশ

সোনম ওয়াংচুকছবি: এক্সে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া

শেষ পর্যন্ত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এবং লাদাখি আন্দোলনকারীদের দাবি মানতে বাধ্য হলো দিল্লি পুলিশ। বুধবার ভারতীয় সময় রাত ১০টায় পুলিশ পাহারায় তাঁদের থানা থেকে নিয়ে যাওয়া হয় রাজঘাটে, মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। সেখানে প্রার্থনা সেরে তাঁরা অনশন ভাঙবেন বলে পুলিশকে জানিয়েছিলেন।

ওয়াংচুকের নেতৃত্বে শতাধিক লাদাখিকে দিল্লি ঢুকতে না দিয়ে সিংঘু সীমান্তে আটক করা হয়েছিল গত সোমবার গভীর রাতে। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় তিনটি থানায়। প্রতিবাদে তাঁরা অনশন শুরু করেন। মঙ্গলবার ছেড়ে দেওয়া হলে তাঁরা আবার দিল্লি অভিযান শুরুর চেষ্টা করেন। তখন তাঁদের আবার আটক করা হয়।

মঙ্গলবার পদযাত্রীদের পুলিশ ছেড়ে দিয়েছিল আইনের হাত থেকে বাঁচতে। আইন অনুযায়ী পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার বেশি থানায় রাখতে পারে না। ২৪ ঘণ্টা পর আইন অনুযায়ী আদালতে পেশ করতে হয়। লাদাখের পদযাত্রীদের দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেনি। তাঁদের আটক করা হয়েছিল। আইন থেকে বাঁচতে ২৪ ঘণ্টা কাটার আগে তাঁদের ছেড়ে দেয়। কিন্তু পরক্ষণেই ফের আটক করে।

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল দিল্লি পুলিশকে। কংগ্রেস ও আম আদমি পার্টি সরকারের ‘ঔদ্ধত্যের’ তীব্র সমালোচনা করে। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিকে বাওয়ানা থানার কর্তৃপক্ষ ওয়াংচুকের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। প্রতিবাদে সরব হয় গোটা লাদাখ।

মঙ্গল ও বুধবার কেন্দ্রশাসিত লাদাখে বন্‌ধ্‌ পালিত হয়। লে জাতীয় সড়ক অবরোধ করা হয়। বুধবার কার্গিল থেকে আসা এক আন্দোলনকারী পুলিশি বাড়াবাড়ির প্রতিবাদ জানিয়ে থানার সামনে নিজের মাথার চুল কামিয়ে ফেলেন।

সোনম ওয়াংচুক জনপ্রিয় হিন্দি সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর চরিত্র ‘র‍্যাঞ্চো’। লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় বহু দিন ধরে তিনি সচেষ্ট। পাশাপাশি এই কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিকেও তিনি সমর্থন জানিয়েছেন। লে ও কার্গিলের বৌদ্ধ ও মুসলমান দুই সম্প্রদায়ই তাঁকে সমর্থন করছে।

এ দুই দাবি এবং লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার জন্য এর আগে সোনম ওয়াংচুক টানা ২১ দিন অনশন করেছিলেন। লাদাখিদের দাবি, কেন্দ্রীয় সরকার তাঁদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই মানতে চাইছে না। সরকারের সঙ্গে আলোচনার জন্যই তাঁরা লে থেকে দিল্লি পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছেন।

লাদাখের একমাত্র লোকসভা আসন ছিল বিজেপির দখলে। কিন্তু ক্রমেই সেখানে বিজেপির পায়ের তলার জমি সরে যায়। গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি হেরে যায়।

সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমা। ওয়াংচুকের ভূমিকা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা আমির খান। সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল ‘ফুংসুখ ওয়াংড়ু’ ওরফে র‍্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোর বা সংক্ষেপে ‘র‍্যাঞ্চো’।

আরও পড়ুন