কলকাতায় খ্রিষ্টীয় বর্ষ বিদায় ও বরণে নানা আয়োজন

কলকাতায় পার্ক স্ট্রিট এলাকায় খ্রিষ্টীয় বর্ষবরণে ছিল হাজারো মানুষের ভিড়ছবি: ভাস্কর মুখার্জি

খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উদ্‌যাপনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিনোদনকেন্দ্রগুলোতে গতকাল প্রচুর সমাগম হয়। গতকাল ৩১ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক , নিউটাউনের ইকো পার্ক , কলকাতা জাদুঘর, হরিণালয়সহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। রাতে নতুন বছর বরণে আনন্দে মুখর হয়ে ওঠে এ নগরের বিভিন্ন স্থান।

নববর্ষ পালনের প্রাক্কালে কলকাতাকে ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। শব্দবাজি রোধ, মাতাল হয়ে গাড়ি চালানো, ইভ টিজিং এবং রাস্তাঘাটে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ড রুখতে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেয়। বিশেষ করে কলকাতার পার্ক স্ট্রিট ও এর কাছাকাছি এলাকায়।

কলকাতার আলিপুর চিড়িয়াখানায় দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো
ছবি: ভাস্কর মুখার্জি

বছরের শেষ ও শুরুর দিনে মাতোয়ারা হয়ে উঠেছিল পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রিস্কুল স্ট্রিট, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিটসহ কলকাতার নিউমার্কেট এলাকা।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগেই ঘোষণা দিয়েছিলেন, কলকাতায় যাতে শান্তিপূর্ণভাবে নববর্ষ পালন করা হয়, সেদিকে লক্ষ রেখে কলকাতায় সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। এর মধ্যে পাক স্ট্রিট এলাকায় নিয়োগ করা হয়েছে আড়াই হাজার পুলিশ। আরও নিয়োগ করা হয় পুলিশের বিশেষ বাহিনী উইনার্স টিমকে।

পার্ক স্ট্রিট এলাকা নতুন বছর বরণে সেজেছে নতুন সাজে
ছবি: ভাস্কর মুখার্জি

পার্ক স্ট্রিট এলাকায় পুলিশের ১১টি নজরদারি টাওয়ার বসানো হয়।

এদিকে গতকাল বছর শেষের দিনে নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে জড়ো হন হাজারো মানুষ।

গতকাল কলকাতার আলিপুর চিড়িখানায় ৪০ হাজার ৬৪২, নিউটাউনের ইকো পার্কে ৩১ হাজার ৬১৮, হরিণালয়ে ৩০ হাজার, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২৩ হাজার ৭৩৮ জন এবং কলকাতা জাদুঘরে ৯ হাজার ৭০০ দর্শক এসেছিলেন।