বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নোটিশ পেলেন এএপি নেত্রী আতিশী
ভারতের দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেত্রী আতিশীকে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে। তাঁকে বলা হয়েছে, বিজেপিতে যোগ না দিলে কারাগারে যেতে হবে বলে তিনি যে অভিযোগ করেছেন, তার তথ্য-প্রমাণ কমিশনে জমা দিতে।
আতিশীর বিরুদ্ধে মানহানির অভিযোগও দাখিল করা হয়েছে। দিল্লি প্রদেশের বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব জানিয়েছেন, তাঁকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আতিশী অভিযোগ করেন, তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার টোপ দেওয়া হয়েছে। এক ঘনিষ্ঠজন মারফত তাঁকে ওই প্রস্তাব দিয়ে বলা হয়েছে, বিজেপিতে যোগ দিলে রাজনৈতিক জীবন ঠিক থাকবে। না হলে কারাগারে যেতে হবে।
আতিশী অভিযোগে করেছিলেন, এএপির সব শীর্ষ নেতাকে কারাগারে পাঠানোর বন্দোবস্ত প্রধানমন্ত্রী করেছেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক ও রাঘব চাড্ডাকেও বন্দি করতে চাইছে বিজেপি।
আবগারি (মদ) নীতি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে এএপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আপাতত তিনি তিহার জেলে বন্দী।
বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, ‘দিল্লিতে এএপি এক সংকটের মধ্য দিয়ে চলছে। তাই এসব আজগুবি অভিযোগ করা হচ্ছে। কে কবে কখন আতিশীকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তা জানাতে বলা হয়েছিল। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমরা ওঁকে ছেড়ে দেব না।’
বিজেপি মানহানির যে নোটিশ আতিশীকে পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, ওই মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা চালানো হবে। আইনি নোটিশের পাশাপাশি এবার আতিশীর জবাবদিহি চাইল নির্বাচন কমিশনও।