দিল্লিতে মারাত্মক বায়ুদূষণ, কাল থেকে প্রাথমিকের ক্লাস অনলাইনে

ধোঁয়াশায় ঢাকা রাজধানী দিল্লীির সড়ক। রাজধানী নয়াদিল্লির বায়ুর গুণমান সূচক মারাত্মক অবস্থায় পৌঁছেছে। ১৪ নভেম্বরছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদূষণের কারণে আগামীকাল শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হবে অনলাইনে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চলবে। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

তীব্র বায়ুদূষণ মোকাবিলায় আগামীকাল সকাল ৮টা থেকেই তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩) জারি করেছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফর কমিশন। এর কয়েক ঘণ্টা পরই আতিশি এ ঘোষণা দেন।

জিআরএপি ৩ যখন কার্যকর হওয়া মানে এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণকাজ ও ভাঙচুরের কাজ বন্ধ থাকবে। বিএস ৩-এর নিচে থাকা পেট্রলচালিত গাড়ি এবং বিএস ৪-এর নিচে থাকা ডিজেলচালিত গাড়ি দিল্লির রাস্তায় চলাচল করতে পারবে না। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি–সংলগ্ন উত্তর প্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধনগরে।

দিল্লিতে আজ সকাল ৯টায় বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৪২৮। সূচকের স্কোর ৪০০-এর মাত্রা পার হলে তাকে ‘মারাত্মক’ বলে ধরা হয়। গতকাল বুধবারও একই পর্যায়ে পৌঁছেছিল বায়ুর মান।

চিকিৎসকেরা এ অবস্থায় লোকজনকে প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের ভাষ্য, এই বায়ুদূষণ শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, মনের ওপরও প্রভাব ফেলে। আর যাদের বাড়ির বাইরে বের হতেই হবে, তাদের এন৯৬ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।