বারানসিতে এক লাখের বেশি ভোটে এগিয়ে মোদি
ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই আসনে তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজয় রাই।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। বেলা ১টা ৫২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোট গণনার প্রবণতায় মোদি তাঁর নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১২ হাজার ১৬১ ভোটে এগিয়ে ছিলেন। এখন পর্যন্ত মোদির প্রাপ্ত ভোট ৪ লাখ ৩১ হাজার ৫৮৭। অজয় রাইয়ের প্রাপ্ত ভোট ৩ লাখ ১৯ হাজার ৪২৬।
৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন (৮০) উত্তর প্রদেশে। এ কারণে লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যটির বেশ গুরুত্ব রয়েছে।
এবার উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৫টিতে বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি পাঁচ আসন জোটসঙ্গীদের ছেড়ে দেয় দলটি।
অন্যদিকে ‘ইন্ডিয়া’ জোট এই রাজ্যে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নেয়। সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে ৬২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা কংগ্রেসকে ছেড়ে দেয় ১৭ আসন। আর তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেয় একটি আসন।
এখন পর্যন্ত ভোট গণনার যে প্রবণতা, তাতে দেখা যায়, বিজেপি এগিয়ে ৩৫টিতে। জোটের মিত্র আপনা দল (সোনেলাল) একটিতে এগিয়ে। আরেক মিত্র রাষ্ট্রীয় লোকদল ২টিতে এগিয়ে।
অন্যদিকে, সমাজবাদী পার্টি ৩৪টিতে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৭টিতে।
এ ছাড়া একটিতে এগিয়ে অন্য দল।
এবার সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন।
গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।