ঘরের ভেতর চিতা
জঙ্গলে ঘেরা গ্রামটি। গ্রামের নিরাপত্তা নিশ্চিতে জঙ্গলের সঙ্গে নেই কোনো বেষ্টনী। আর সেই সুযোগেই গতকাল সোমবার ভোরে গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েছিল চিতা। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। চিতার আক্রমণে পাঁচজন আহত হয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্গ বলেন, দিল্লির উত্তরাংশে ওয়াজিরাবাদ বায়োডাইভার্সিটি পার্কের কাছেই গ্রামটি।
দিল্লি ফায়ার সার্ভিসের তথ্যমতে, তারা সকাল ৬টা ২০ মিনিটে ফোন পায়। এরপর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে পৌঁছায়। চিতাটি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পাশের ভবনে চলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা চিতাটিকে একটি রুমে আটকে ফেলেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, কিছু লোক চিতাটিকে তাড়া করছেন, আর অনেকে ভয়ে দৌড়াচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ভোর সাড়ে চারটায় প্রথম চিতাটি চোখে পড়ে। সকাল সোয়া পাঁচটার দিকে পিসিআরে কল যায়। এটি বেশ কিছু মানুষের ওপর হামলা করতে চেষ্টা করে এবং এদের কেউ কেউ জখম হয়েছে।
ডেপুটি কমিশনার অব পুলিশ (উত্তর) এম কে মিনা বলেন, গ্রামে একটি চিতা ঢুকে পড়ার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। সেখানে বন বিভাগের সাতজন ও দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের একটি দল ছিল।
পুলিশ জানায়, চিতাটি উদ্ধার হওয়ার আগেই এটির আক্রমণে অন্তত পাঁচজন আহত হয়েছেন।