ভিসা নিয়ে তেমন আশাবাদী নন কানাডায় ভারতীয় হাইকমিশনার
কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া শুরু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশাবাদী। তবে কানাডায় ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এ বিষয়ে খুব একটা আশাবাদী নন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ভিসা দেওয়ার কাজ সম্ভবপর নয়। কারণ, পরিস্থিতি এখনো ঘোলাটে।
খালিস্তানি কট্টরবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার সন্দেহ প্রকাশের সময় থেকেই কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা দেশে ফিরে এসেছেন। বন্ধ রয়েছে সে দেশে ভারতীয় হাইকমিশন ও কনস্যুলেটগুলো থেকে ভিসা দেওয়ার কাজ।
২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ভিসা দেওয়ার বিষয়টি যে সংস্থা তদারকি করে, সেই বিএলএস ইন্টারন্যাশনাল ওই দিন থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ রেখেছে।
তিন দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছিলেন, তাঁর আশা, ভিসা চালু করার মতো পরিস্থিতি শিগগির শুরু করা যাবে। হাইকমিশনারের মন্তব্য অবশ্য মন্ত্রীর বিপরীত। গত মঙ্গলবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্মা বলেছেন, কানাডায় ভারতীয় হাইকমিশন ও কনস্যুলেট অফিসগুলোর কাজকর্ম স্বাভাবিক করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কূটনৈতিকসহ অন্যান্য সব কাজ বন্ধ রয়েছে। কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার কাজ কবে থেকে শুরু করা যাবে, তা এখনো নিশ্চিত নয়।
সাক্ষাৎকারে ভার্মা বলেছেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য নিরাপত্তাব্যবস্থার উন্নতি হলে ভিসা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে। কিন্তু সেই ইঙ্গিত এখন পর্যন্ত নেই। ভার্মা জানান, ভারত প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছে। ভারতীয় কূটনীতিক ও অন্য কর্মীদের নিরাপত্তার বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।
ভার্মা বলেন, কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা কানাডা বাড়িয়েছে ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে সেই দেশে নিরাপত্তাজনিত পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটেছে। সব ভারতীয় কূটনীতিক ও কনস্যুলেট অফিস স্বাভাবিকভাবে কাজ করতে পারবে, তেমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সেটা না হলে ভিসার কাজ শুরু হওয়া কঠিন।
পরিস্থিতি যে ঘোলাটে ও জটিল, জয়শঙ্করও তা বলেছিলেন। কূটনীতিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি আশা করেছিলেন, অবস্থার দ্রুত বদল ঘটবে। ভিসা দেওয়ার কাজও শিগগিরই শুরু করা যাবে। কিন্তু হাইকমিশনারের স্বর তাঁর মতো আশাব্যঞ্জক নয়।
২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ভিসা দেওয়ার বিষয়টি যে সংস্থা তদারকি করে, সেই বিএলএস ইন্টারন্যাশনাল ওই দিন থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ রেখেছে।
কানাডা থেকে ভারতের ভিসা দেওয়া যেমন বন্ধ, তেমনই বন্ধ ভারত থেকে কানাডার ভিসা দেওয়ার কাজও। সম্প্রতি ৪১ জন কানাডার কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এ দেশেও পরিস্থিতি জটিল হয়েছে। ভারতের সিদ্ধান্ত মানতে গিয়ে কানাডাকে বেঙ্গালুরু, চণ্ডীগড় ও মুম্বাই কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। কানাডার মতে, পুরোনো ভিসার আবেদনগুলোর নিষ্পত্তি হতেই বছর পেরিয়ে যাবে।
কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থী শিখ নাগরিকেরা গত শনিবার অটোয়া, টরন্টো ও ভ্যানকুভারে ভারতীয় কনস্যুলেট অফিসের কাছে গাড়ির শোভাযাত্রা বের করেছিল। সেই শোভাযাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও হাইকমিশনার ভার্মার ছবি-সংবলিত পোস্টার-ব্যানার ছিল। তাতে তাঁদের ‘কানাডার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ওই শোভাযাত্রার আয়োজক ছিল ভারতে নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন। সংগঠনটি ২৯ অক্টোবর সারে এলাকায় স্বাধীন খালিস্তানের জন্য গণভোটের ডাক দিয়েছে। সারেতেই নিহত হয়েছিলেন হরদীপ সিং নিজ্জর।