সমকালীন প্রেক্ষাপটে জ্যোতি বসুর চিন্তাধারা আজও পাথেয়: অমর্ত্য সেন

অমর্ত্য সেনের সঙ্গে সিপিএম নেতারা
ছবি: ভাস্কর মুখার্জি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আজও পাথেয় হয়ে আছেন বামপন্থী ও সামাজিক আন্দোলনের অন্যতম নেতা জ্যোতি বসু। গতকাল বৃহস্পতিবার কলকাতায় বাম দলের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

বাম রাজনৈতিক দল সিপিএমের আমন্ত্রণে এ দিন কলকাতায় আসেন অমর্ত্য সেন। এ সময় পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের সঙ্গে কথা বলেন তিনি। অমর্ত্য সেনের সঙ্গে ছিলেন তাঁর কন্যা নন্দনা দেবসেন।

বাম দলের নেতারা অমর্ত্য সেনের সঙ্গে ভারতের সমকালীন রাজনীতি ও সামাজিক সমস্যা নিয়ে কথা বলেন। জ্যোতি বসুর স্মরণে কলকাতার নিউ টাউনে নির্মিত জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নিয়েও তাঁদের মধ্যে আলাপ হয়।

এ সময় অমর্ত্য সেন বলেন, জ্যোতি বসুর ভাবনা এবং বাংলার বাম আন্দোলন এখনো বর্তমান প্রেক্ষাপটে পাথেয় হয়ে রয়েছে।

অমর্ত্য সেনের সৌজন্যে সিপিএম এক নৈশভোজের আয়োজন করে। সেখানে উপস্থিত হয়ে তিনি সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান। বলেন, ধর্মনিরপেক্ষ ভারতে এই আন্দোলনকে আরও বেগবান করে ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।