চন্দ্রযান-৩: ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত
ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করবে দেশটির চন্দ্রযান-৩।
চন্দ্রযানটির ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর তথ্য এখনো অজানা রয়েছে।
চন্দ্রযান-৩ সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ হবে ভারত।
এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এই তালিকার চতুর্থ দেশ।
প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত শনিবার চাঁদে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এই ঘটনার দিন কয়েকের মাথায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করতে যাচ্ছে ভারতের মহাকাশযান।
২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। তাই এখন সবার নজর চন্দ্রযান-৩-এর দিকে।
গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’।
শুরুতে চাঁদের দক্ষিণ অংশে অবতরণ করবে ল্যান্ডার ‘বিক্রম’। বিক্রম সফলভাবে অবতরণ করতে পারলে তা ‘প্রজ্ঞান’ নামের রোভারকে ছাড়বে। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করতে সক্ষম হবে।
অবতরণ সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরো। লাখো মানুষ এই সরাসরি সম্প্রচার দেখবে বলে ধারণা করা হচ্ছে।