কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: এবার দিল্লিতে যাওয়ার হুমকি আন্দোলনকারীদের
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যা নিয়ে প্রতিবাদ অব্যাহত আছে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা হুমকি দিয়ে বলছেন, প্রয়োজনে তাঁরা নয়াদিল্লিতে যাবেন। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তরের সামনে বিক্ষোভ করবেন। জানতে চাইবেন, কেন তারা তদন্তের নামে সময়ক্ষেপণ করছে? কেন তারা বলছে না, এই ঘটনার সঙ্গে কারা জড়িত?
গতকাল বুধবার জুনিয়র চিকিৎসকেরা কলকাতায় ১০ দফা দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি কলেজ স্কয়ার থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায়। মিছিলে চিকিৎসক ছাড়াও কবি, সাহিত্যিক, শিল্পীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে প্রশ্ন তোলা হয়, ধর্ষণ-হত্যায় কি একজনই জড়িত, নাকি অনেকজন? কেন সিবিআই এত দিন তদন্ত করেও আসল অপরাধীর নাম প্রকাশ করতে পারল না? প্রয়োজনে আন্দোলনকারীরা নয়াদিল্লিতে যাবেন। সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ করবেন। জানতে চাইবেন, কেন সিবিআই এই তদন্তের নামে সময়ক্ষেপণ করছে? কেন তারা জানিয়ে দিচ্ছে না, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত? জড়িত ব্যক্তিদের নাম অবিলম্বে প্রকাশ করুক সিবিআই।
গত ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যার শিকার হন। এ ঘটনার পর থেকে নানান প্রতিবাদ চলছে।
গতকাল প্রতিবাদীরা কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে ‘রাতজাগা’ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে নারীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেন, এই ধর্ষণ-হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা গত মঙ্গলবার সকাল থেকে ১০ দফা দাবিতে আবার কর্মবিরতি শুরু করেন। রাজ্যের ২৩টি সরকারি হাসপাতালে এই কর্মবিরতি চলছে।