সাতসকালে বিস্ফোরণে কাঁপল দিল্লি, বিজেপিকে দুষছেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরণস্থলে জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) সদস্যরা। নয়াদিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের বাইরে, ২০ অক্টোবর ২০২৪ছবি: এএনআই

ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের বাইরে আজ রোববার সকালে একটি বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ফলে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণে জন্য বিজেপিকে দুষছেন দিল্লির আম আদমি পার্টির (আপ) মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা।

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, অগ্নিনির্বাপণ দলের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছান। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) প্রাথমিক তদন্তে বলেছে, বিস্ফোরক উপাদানের সঙ্গে তাজা বোমার (টাইম বোমার মতো অনেকটা) মিল রয়েছে। তবে বোমাটির ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

বিস্ফোরণের সঙ্গে আপাতত সন্ত্রাসী কার্যক্রমের সম্পর্ক নেই বলে মনে হচ্ছে। তবে সূত্রগুলো বলছে, এফএসএলের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে দিল্লির রোহিণী জেলার প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ ঘটে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন ইউনিটের বিশেষ শাখা কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের দোকান ও রাখা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি।

ঘটনাস্থলে অপরাধ দমন বিভাগের এফএসএল দল ও বোমা নিষ্ক্রিয়কারী দলের পাশাপাশি জাতীয় তদন্তদলের (এনআইএ) সদস্যরাও কাজ করছেন। জাতীয় নিরাপত্তা গার্ডের (এনএসজি) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ভারতের সংবাদ সংস্থার (এএনআই) এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের জন্য বিজেপিকে দায়ী করেছে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘দিল্লির আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় শাসক বিজেপির। কিন্তু বিজেপি তা না করে দিল্লির নির্বাচিত সরকারের দায়িত্ব পালনে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। এই কারণে আজ দিল্লির এই অবস্থা হয়েছে। দিল্লির আজকের অবস্থা মুম্বাইয়ের ১৯৯০-এর দশকের অপরাধজগতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’