মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ

অমিত শাহছবি: এএনআই

মণিপুরে খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এখন আর ঘটছে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অমিত শাহ বলেন, গত সপ্তাহে তিন দিনের সহিংসতা বাদে মণিপুরে গত তিন মাসে কোনো বড় সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও তিন দিনের সেই সহিংসতার কারণে এবং তার আগে উপর্যুপরি ড্রোন হামলা এবং পরে রকেট হামলার কারণে মণিপুরে ভালো রকম অস্থিরতা সৃষ্টি হয়। ৭ দিনের সহিংসতায় অন্তত ১১ জন মারা যান। এর জেরে মণিপুরে কারফিউ জারি করা হয়। রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয় স্কুল-কলেজ।

গতকাল থেকে আংশিকভাবে কারফিউ শিথিল করা হয়েছে। চার জেলায় কারফিউ শিথিল করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। গত কয়েক দিনে নতুন করে সংঘর্ষের খবর মণিপুর থেকে পাওয়া যায়নি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মণিপুরে সহিংসতার মাত্রা কমেছে। রাজ্যে স্থায়ীভাবে শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমরা কুকি ও মেইতেই সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলছি। আমরা একটি পরিকল্পনা (রোডম্যাপ) তৈরি করেছি এবং (শান্তি নিশ্চিত করতে) সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি।’

বিজেপি-শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের এ মুহূর্তে নেই বলেও অমিত শাহ জানান। তবে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ও অপসারণ নিয়ে তাঁকে বারবার প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হন। তিনি সাংবাদিককে তর্ক করতে নিষেধ করেন।

মণিপুরে অশান্তির জন্য আংশিকভাবে উন্মুক্ত ভারত-মিয়ানমার সীমান্তের প্রধান ভূমিকা রয়েছে বলেও মনে করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মণিপুরের সমস্যার মূলে রয়েছে অনুপ্রবেশ। এ কারণে দেড় হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া দেওয়া শুরু করেছে সরকার। ৩০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আরও ১৫০০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে বেড়া দেওয়ার জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।’

ভারত-মিয়ানমার সীমান্তে অবাধে চলাচল (ফ্রি মুভমেন্ট রেজিম) বাতিল করার বিষয়টিও তুলে ধরেন অমিত শাহ। সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজনকে কোনো নথি ছাড়াই একে অপরের অঞ্চলে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারতেন। শাহ জানান, এখন শুধু ভিসা নিয়েই মানুষ একে অপরের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন।

রাজ্যের নিরাপত্তা পরিকাঠামোতে ত্রুটি থাকার কথা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ত্রুটিগুলো যথাযথভাবে ঠিক করা হয়েছে। রাজ্যজুড়ে আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে।