মণিপুরে দ্বিতীয় দফার নির্বাচনের আগে সেতুতে বিস্ফোরণ
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে কাংপোকপি জেলায় পরপর তিনটি মাঝারি তীব্রতার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের কারণে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে স্থানীয় প্রশাসনকে।
বিস্ফোরণে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মণিপুরের রাজধানী ইম্ফল এবং নাগাল্যান্ডের রাজধানী কোহিমার মধ্যে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।
মণিপুরের পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কাংপোকপি জেলার সাপোরমেইনারের কাছে রাত দেড়টার দিকে। কোনো গোষ্ঠী এখনো ঘটনার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। আশপাশের এলাকা ও অন্যান্য সেতুতে তল্লাশি চালানো হচ্ছে।
রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ধ্বংস করা এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এসেছিল। তবে খুব বেশিসংখ্যক নির্বাচনী কেন্দ্র থেকে এ ধরনের অভিযোগ আসেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছিল।
অবশ্য প্রথম ধাপের নির্বাচন শেষ হওয়ার পর ইম্ফল পশ্চিম ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। মণিপুরের দুটি আসনের একটিতে ভোট হয়েছে ১৯ এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় আসনে ভোট হবে আগামী শুক্রবার। সারা দেশের সঙ্গে আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।