কংগ্রেস সভাপতি পদের লড়াই থেকে ‘ছিটকে’ পড়লেন গেহলট
রাজস্থানে ‘বিদ্রোহের’ জেরে কংগ্রেস সভাপতি পদের লড়াই থেকে ছিটকে পড়েছেন অশোক গেহলট। একাধিক সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র আরও জানায়, জাতীয় নেতৃত্বের দৌড় থেকে গেহলটের নাটকীয়ভাবে ছিটকে যাওয়ার পর কংগ্রেসের সভাপতি পদে এখন মল্লিকার্জুন খাড়গে ও দিগ্বিজয় সিংকে বিবেচনা করা হচ্ছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ বা ‘ভারতকে ঐক্যবদ্ধ করো’ নামের লংমার্চ কর্মসূচির মধ্যেই রাজস্থানে দলটিতে বিদ্রোহের ঘটনা ঘটে।
দলীয় বিদ্রোহে বিব্রতকর অবস্থায় পড়ে কংগ্রেস। রাজস্থানে দলীয় বিদ্রোহে কলকাঠি নাড়ার জন্য কংগ্রেস নেতৃত্ব গেহলটের ওপর অসন্তুষ্ট হয়েছে বলে জানা গেছে।
কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের পছন্দের ব্যক্তি ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ৭১ বছর বয়সী অশোক গেহলট। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানান। তাঁর এমন অবস্থান কংগ্রেস নেতৃত্বকে হতাশ করেছে বলে জানায় সূত্র।
গেহলট আগে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে কংগ্রেসের জাতীয় সভাপতির ভূমিকায় যেতে রাজি হয়েছিলেন। কারণ, রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছিলেন, দল ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ম অনুসরণ করবে। কংগ্রেস তার অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবে চলতি বছরের শুরুতে এ নিয়ম গ্রহণ করে।
গান্ধী পরিবার গেহলটকে দলের সভাপতির দায়িত্ব দিয়ে শচীন পাইলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল। কিন্তু গেহলট একপর্যায়ে বেঁকে বসেন।
কংগ্রেস নেতৃত্বের ইচ্ছাকে অগ্রাহ্য করে গেহলট তাঁর অনুগত বিধায়কদের দিয়ে বলান যে মুখ্যমন্ত্রীর পদে শচীন পাইলটকে তাঁরা মানবেন না। এ ক্ষেত্রে জোর করা হলে তাঁরা পদত্যাগ করবেন। এ ঘটনায় গান্ধী পরিবার বিস্মিত ও ক্ষুব্ধ হয়।