হীরার হার ‘চুরি’ করল ইঁদুর
দোকানে বিক্রির জন্য রাখা কোনো গয়না খোয়া গেলে কাকে সন্দেহ করবেন মালিক? তাঁর সন্দেহের তির নিশ্চয়ই থাকবে পেশাদার চোর কিংবা দোকানের কোনো কর্মচারীর দিকে। নিশ্চয়ই তিনি এ জন্য কোনো প্রাণীকে সন্দেহ করবেন না। কিন্তু ভারতের কেরালার কাসারগড়ে এমন এক বিচিত্র ঘটনা ঘটেছে, যেখানে দোকান থেকে একটি হীরার হার খোয়া যাওয়ার জন্য দায়ী একটি ইঁদুর।
দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ইঁদুরের এই ‘চুরির’ ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, দোকানে রাখা একটি হীরার হার সরিয়ে নিয়ে যাচ্ছে ইঁদুরটি। ভিডিওটি টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই মজার সব মন্তব্য করছেন এতে।
৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দোকানের তাকে হীরার হার রাখা। কিছুক্ষণ পর তাকের পাশের এক কোণ থেকে একটি ইঁদুর নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই ইঁদুরটি একটি হার নিয়ে সটকে পড়ে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টুইটারে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ইঁদুর কার জন্য হীরার হারটি চুরি করে থাকতে পারে?’ তাঁর এই পোস্টে একজন মন্তব্য করেন, ‘অবশ্যই স্ত্রীর জন্য, স্যার।’
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সবার অবস্থা একই...সে স্বামী হোক কিংবা ইঁদুর।’ আরেকজনের মন্তব্য, ‘নিশ্চয়ই স্ত্রীর জন্য নিয়েছে, দীর্ঘদিন এটার ওপর নজর রেখেছিল।’ একজন লিখেছেন, ‘মনে হয়, তার ওপর স্ত্রীর অনেক চাপ ছিল।’ অবশ্য একজনের মন্তব্য, নিজেরও পরার ইচ্ছা থাকতে পারে।