দিল্লি ‘অস্থিতিশীল ও অবন্ধুসুলভ প্রতিবেশী’ চায় না: শশী থারুর

শশী থারুরফাইল ছবি

ভারতের সাবেক কূটনীতিক ও কংগ্রেস দলীয় এমপি শশী থারুর বলেছেন, বাংলাদেশে যা ঘটছে, সেটার ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ বিস্তারের কোনো ইচ্ছা ভারতের নেই।

দিল্লি ‘অস্থিতিশীল অথবা অবন্ধুসুলভ প্রতিবেশী’ চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি আজ মঙ্গলবার এ খবর দিয়েছে।

শশী থারুর আরও বলেন, ‘ভারত উদ্বিগ্ন। এখন আমাদের বাংলাদেশের জনগণের কাছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা পাঠানো প্রয়োজন তা হলো, আমরা তাদের পাশে আছি।’ তিনি বলেন, যদিও জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ভারতের কিছু উদ্বেগ রয়েছে। জামায়াতে ইসলামী অতীতে ভারতের প্রতি অত্যন্ত বৈরী মনোভাব দেখিয়েছে। চীন ও পাকিস্তানের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়েও উদ্বগ রয়েছে।

শশী থারুর বলেন, ‘ভারতের উচিত সবাইকে এই নিশ্চয়তা দেওয়া যে আমরা অবন্ধুসুলভ শক্তি নই। বাংলাদেশে যা ঘটছে ,সেটার ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ বিস্তারের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা সহায়তা করতে চাই। আমার বিশ্বাস, আমাদের উচিত সরকারি ও বেসরকারিভাবে এই বার্তা পাঠানো।’

ছাত্র–জনতার বিক্ষোভে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।