সুইস ব্যাংকে থাকা ৩১ কোটি ডলার জব্দের অভিযোগ অস্বীকার করল আদানি গোষ্ঠী
সুইস ব্যাংকে থাকা নিজেদের ৩১ কোটি ডলার জব্দ হওয়ার খবরটি অস্বীকার করেছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। তাদের দাবি, সুইজারল্যান্ডে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া চলছে না।
সম্প্রতি মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে, সুইস ব্যাংকে আদানি শিল্পগোষ্ঠীর ৬টি অ্যাকাউন্ট থেকে ৩১ কোটি ডলারের বেশি অর্থ জব্দ করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। আদানি শিল্পগোষ্ঠীর মানি লন্ডারিং–সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয়।
এক্স হ্যান্ডলে দেওয়া ওই পোস্টে হিন্ডেনবার্গ রিসার্চ আরও বলেছে, ২০২১ সালের প্রথম দিকে তদন্তটি শুরু হয়। কেন্দ্রীয় ফৌজদারি আদালতের (এফসিসি) এক আদেশ থেকে জানা গেছে, হিন্ডেনবার্গ রিসার্চের বিনিয়োগকারীরা প্রথম অভিযোগ তোলার অনেক আগেই জেনেভার সরকারি কৌঁসুলির কার্যালয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তটি চালিয়েছিল। পরে ওই তদন্ত সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
তবে হিন্ডেনবার্গের ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে আদানি শিল্পগোষ্ঠী। গৌতম আদানির নেতৃত্বাধীন শিল্পগোষ্ঠীটি বলছে, অভিযোগটি ‘স্পষ্টতই অসংগত, অযৌক্তিক ও অর্থহীন।’ কোনো কর্তৃপক্ষই তাদের কোম্পানির কোনো অ্যাকাউন্ট জব্দ করেনি বলে দাবি তাদের।
আদানি গোষ্ঠী আরও বলেছে, সুইজারল্যান্ডের আদালত তাদের শিল্পগোষ্ঠীর আওতাভুক্ত কোম্পানিগুলোর নাম উল্লেখ করেনি। কোনো কর্তৃপক্ষ কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও এসব অভিযোগের ব্যাপারে আদানি গোষ্ঠীর ব্যাখ্যা চাওয়া হয়নি বলেও দাবি তাদের।
আদানি গোষ্ঠী বলছে, বিদেশে তাদের কার্যক্রমগুলো ‘স্বচ্ছ, সম্পূর্ণ প্রকাশিত এবং সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ প্রথম অভিযোগটি তুলেছিল ২০২৩ সালের জানুয়ারিতে। তখন আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারকে নিজেদের অনুকূলে রাখার প্রচেষ্টা চালানো এবং আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। তখনো সেসব অভিযোগ অস্বীকার করেছিল আদানি গোষ্ঠী।