কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় আটক সঞ্জয় যৌনপল্লিতে গিয়েছিলেন

ধর্ষণ-হত্যার প্রতিবাদে স্লোগান লেখা হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে, ১৯ আগস্ট ২০২৪ছবি : রয়টার্স

ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক সঞ্জয় রায় ঘটনার দিন দুটি যৌনপল্লিতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

৯ আগস্ট আর জি কর হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া যৌন নির্যাতনেরও আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে সঞ্জয় রায়কে আটক করা হয়। তিনি হাসপাতালটির একজন স্বেচ্ছাসেবক ছিলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার আগে ৮ আগস্ট রাতে কলকাতার সোনাগাছী গিয়েছিলেন সঞ্জয় রায়। এরপর মদ পান করে দুটি যৌনপল্লিতে যান। মধ্যরাতের পর আবার জি কর হাসপাতালে যান তিনি। নারী চিকিৎসক যে সভাকক্ষে ঘুমাতে গিয়েছিলেন, তাঁকে সেই সভাকক্ষে ঢুকতে ও বের হতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। এর ভিত্তিতেই তাঁকে আটক করা হয়।

নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ পুরো রাজ্যে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভের মুখে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

আরও পড়ুন

চিকিৎসকদের শুরু করা এই বিক্ষোভ এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ সমাবেশ হয়। কলকাতার রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন ঘেরাও করার কর্মসূচিও করে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুন