কলকাতায় চিকিৎসকদের ধর্মঘট আপাতত চলবে

কলকাতায় চলছে চিকিৎসকদের বিক্ষোভছবি: প্রথম আলো

কলকাতার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনার সাত দিন পূর্ণ হবে আজ সোমবার। আবার নতুন করে আজ সন্ধ্যা এবং রাতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। চিকিৎসকদের পক্ষ থেকে গতকাল বলা হয়, সাত দিন হয়ে গেলেও আপাতত তাদের বিক্ষোভ বন্ধ হচ্ছে না। গত ৯ আগস্ট কলকাতার অন্যতম প্রধান মেডিকেল কলেজ এবং হাসপাতাল আর জি করে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে নিপীড়ন, ধর্ষণ এবং হত্যার অভিযোগে রাস্তায় নেমে আসে প্রায় গোটা রাজ্য। শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ, মিটিং-মিছিল। চিকিৎসকের মৃত্যুর এক মাস পরও এই বিক্ষোভ অব্যাহত।

গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনরত চিকিৎসকদের আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে আন্দোলন শুরু করছেন জুনিয়র চিকিৎসকেরা। এই প্রসঙ্গে গতকাল সকালে আকিব নামে বিক্ষোভরত চিকিৎসকদের একজন মুখপাত্র বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

চিকিৎসক আকিব বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে আসতে বলা হয়েছিল। আমরা সেখানে গিয়েছিলাম। আমরা এমনকি আমাদের দাবি থেকে সরেও এসেছিলাম। বলেছিলাম, বৈঠক সরাসরি সম্প্রচার না করলেও আমরা বসতে রাজি আছি। বৈঠকের লিখিত বিবরণ আমাদের দেওয়ার শর্তে আমরা বৈঠকে বসতে রাজি হই। কিন্তু তারপরও বৈঠক হলো না। আমাদের বলা হলো, আজ দেরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না। এরপর আর কি রাস্তা খোলা থাকে?’

মুখ্যমন্ত্রী তাঁর ঘরের বাইরে এসে তাঁদের চা নিয়ে বৈঠক করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানান ওই মুখপাত্র। তিনি বলেন, সহকর্মীদের দাবি ছিল মৃত চিকিৎসকের বিচার হলেই চা খাওয়া হবে।

এদিকে তিন দিন আগে আর জি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।