দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু শনাক্তের নির্দেশ
শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে নিজেদের আওতায় থাকা স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর করপোরেশন। একই সঙ্গে এই শিশুদের যেন জন্মসনদ না দেওয়া হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে করপোরেশনের স্বাস্থ্য বিভাগকে।
আজ শনিবার পিটিআইয়ের খবরে বলা হয়, ১২ ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দিল্লি পৌর করপোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যোগ দেন।
পরে ১৮ ডিসেম্বর পৌর করপোরেশনের বিভিন্ন বিভাগকে দেওয়া নির্দেশে বলা হয়, পৌর এলাকার আওতাধীন স্কুলগুলোয় ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে যথাযথ ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ গ্রহণের জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। আর আগে থেকে যদি এমন কোনো শিশু ভর্তি হয়ে থাকে, তাদেরও শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে দিল্লি পৌর করপোরেশনের সব আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে এমন নির্দেশনা দিল দিল্লি পৌর করপোরেশন।