পশ্চিমবঙ্গের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন সৌরভ গাঙ্গুলী
ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে এবার পশ্চিমবঙ্গ বা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এ ঘোষণা দেন মমতা। জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবার থেকে এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন। এর আগে এই পদে ছিলেন প্রখ্যাত বলিউড তারকা শাহরুখ খান। তবে সৌরভ জানিয়েছেন, এই পদে থেকে তিনি কোনো অর্থ বা সম্মানী নেবেন না।
তৃণমূল কংগ্রেসশাসিত পশ্চিমবঙ্গ বা বাংলার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী বিজেপিশাসিত ত্রিপুরারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুটি রাজ্যই বাঙালিপ্রধান।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে সৌরভ গাঙ্গুলীর হাতে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সনদ তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা।
এর আগে এ বছরের ২৩ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার অনুরোধে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সৌরভ।