পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বাঘিনী জিনাতকে নিয়ে আতঙ্ক
ভারতের ওডিশার সিমলিপাল বাঘ প্রকল্প থেকে একটি বাঘিনী পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাসিন্দারা। গত রোববার জিনাত নামের বাঘিনীটি পুরুলিয়ার বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নেয়। বৃহস্পতিবার পর্যন্ত সেটিকে বাগে আনতে পারেননি পশ্চিমবঙ্গের বন দপ্তরের কর্মীরা।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, জিনাতকে ধরতে এরই মধ্যে একাধিক ফাঁদ পাতা হয়েছে। তাতে ছাগল ও মোষের মাংসের টোপ দেওয়া হয়েছে। কিন্তু সেসব ফাঁদে পা দেয়নি জিনত। বরং স্থানীয়দের গৃহপালিত ছাগল শিকার করছে। এতে আতঙ্কে রয়েছেন পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দারা।
গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্প থেকে ওডিশার ময়ুরভঞ্জ জেলার সিমলিপাল বাঘ প্রকল্পের জন্য আনা হয় তিন বছরের জিনাতকে। সেখানে বাঘিনীটিকে পরানো হয় রেডিও কলার। কিন্তু সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পাশের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে পড়ে সেটি। রোববার বাঘিনীটি চলে যায় বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রেডিও কলার থাকায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে জিনাতের গতিবিধি জানা সম্ভব হয়েছে। কিন্তু গ্রামবাসীর সুরক্ষার জন্য এখন শুধু জিপিএস নজরদারির ওপর ভরসা করে বসে থাকতে চাইছেন না বন বিভাগের কর্মকর্তারা। ইতিমধ্যেই বান্দোয়ানের ওই জঙ্গলে ছয়টি স্মার্ট ক্যামেরা বসিয়েছেন তাঁরা।
বান্দোয়ানের গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গল লাগোয়া এলাকায় রাতের টহলদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বাড়ি-বাড়ি ঘুরে প্রচার চালানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, যাতে সবাই সতর্ক থাকেন। এ ছাড়া অভিজ্ঞ বনকর্মীদের বান্দোয়ানে আনা হয়েছে।