দুর্ঘটনার পেছনে কিছু আছে, তদন্ত করতে হবে

ওপর থেকে তোলা ছবিতে ওডিশার বালাসোরের দুর্ঘটনাস্থল। আজ শনিবার তোলাছবি: এএনআই

ভারতের ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল।

পরিদর্শনকালে মমতা বলেন, এই দুর্ঘটনার পেছনে কিছু আছে। ভালো করে তদন্ত করতে হবে। তিনি অভিযোগ তোলেন, রেলের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের অ্যান্টিকলিশন ডিভাইস ছিল না।

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহত প্রত্যেককে ১ লাখ এবং অন্য আহত যাত্রীদের পরিবারপিছু ৫০ হাজার রুপি আর্থিক সাহায্যের ঘোষণা করেন। তিনি আহত যাত্রীদের কলকাতায় এনে চিকিৎসা করানোর প্রস্তাবও রাখেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বালাসোরের সেরো হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে কথা বলেন।

রেলমন্ত্রক আগেই ঘোষণা দিয়েছে, নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ, গুরুতর আহত ব্যক্তিদের ২ লাখ এবং অল্প আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক অনুদান দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় ত্রাণ তহবিল থেকেও নিহত ব্যক্তিদের পরিবারকে ২ লাখ ও আহত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।

করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে ২৮৮ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। তবে সরকারি হিসাবে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৬১। আহতের সংখ্যা ৬৫০।

দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেসের ১৭টি বগি দুমড়েমুচড়ে গেছে। এই ট্রেন কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। বাংলাদেশসহ ভারতের বিভিন্ন এলাকার অনেক রোগী চিকিৎসার জন্য এই ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন।