মণিপুরের মেইতেই, কুকি ও নাগা এমএলএরা বসছেন আজ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লিতে মনিপুর রাজ্য বিধানসভায় প্রধান সম্প্রদায়গুলোর এমএলএরা আজ মঙ্গলবার এক বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। যদি সব প্রধান সম্প্রদায়, অর্থাৎ মেইতেই, কুকি ও নাগাদের এমএলএরা বৈঠকে বসেন, তবে ২০২৩ সালের মে মাস থেকে চলা সংঘাতে এই প্রথম তাঁরা মুখোমুখি কথা বলবেন। মণিপুরের জাতিগত দাঙ্গায় গত প্রায় দেড় বছরে ২৫০ জনের বেশি মানুষ মারা গেছেন, গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

এর আগে নাগা এমএলএরা আলাদাভাবে মেইতেই ও কুকি এমএলএদের সঙ্গে বৈঠক করলেও আজ মেইতেই ও কুকি এমএলএরা প্রথম মুখোমুখি বসবেন। তবে শেষ পর্যন্ত কুকিরা এই বৈঠকে অংশ নেবেন কি না, তা নিয়ে আজ সকাল পর্যন্ত সন্দেহ যায়নি।

কারণ, কুকি সম্প্রদায়ের বক্তব্য, তাদের না জানিয়েই এ বৈঠক সম্পর্কে প্রচারমাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। যদিও পাঁচ দিন আগে তাদের জানানো হয়েছে, কিন্তু বিষয়টিকে গোপন না রাখার কারণে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে কুকিদের মধ্যে মতবিরোধ রয়েছে।

বিষয়টিকে গোপন না রাখায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ, মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিধানসভার জনপ্রতিনিধিরা হামেশাই তাঁদের সম্প্রদায়ের মানুষের হাতে আক্রান্ত হচ্ছেন বা তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের যখন কোনো সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, তারা প্রাথমিকভাবে নিজেদের সম্প্রদায়ের সামাজিক স্তরের নেতা বা রাজনৈতিক নেতাদের হুমকি দিচ্ছে।

এ কারণে জনপ্রতিনিধিদের একাংশ চেয়েছিলেন দিল্লির বৈঠক সম্পর্কে গোপন রাখা হোক। নাগাদের সঙ্গে কুকি ও মেইতেইদের পৃথক বৈঠক অতীতে কলকাতা ও গুয়াহাটিতে গোপনে হয়েছে। কিন্তু দিল্লির বৈঠকের খবর সংবাদমাধ্যমে চলে আসায় কুকি এমএলএরা অংশ নেবেন কি না, তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন।