নয়াদিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্ট ডুবল বৃষ্টির পানিতে, ৩ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির পানিতে একটি ভবনের ভূগর্ভস্থ অংশ (বেসমেন্ট) ডুবে যায়। এতে সেখানে আটকে পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত তিন শিক্ষার্থী হলেন তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) ও নাভিন ডেলভিন (২৮)। তাঁরা সবাই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তাঁরা পশ্চিম দিল্লির পুরান রাজেন্দ্র নগর এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। ভবনটির বেসমেন্টে কোচিং সেন্টারটির গ্রন্থাগার ছিল।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর তারা একটি ফোনকল পায়। জানতে পারে, বেসমেন্টে শিক্ষার্থীরা আটকে আছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা প্রায় সাত ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালান।
উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও ডাকা হয়েছিল।
উদ্ধারকাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তানিয়া ও শ্রেয়ার লাশ পাওয়া যায়। গভীর রাতে উদ্ধার হয় নাভিনের লাশ।
বেসমেন্টের গ্রন্থাগারে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল। ঘটনার সময় সেখানে বেশি কিছু শিক্ষার্থী ছিলেন। বেসমেন্ট হুট করে পানি ঢুকে পড়ে। তখন সেখানে থাকা শিক্ষার্থীরা বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে তিন শিক্ষার্থী আটকে যান।
কোচিং সেন্টারটির মালিক ও সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।