বিয়ের অনুষ্ঠান চলাকালে বর ব্যস্ত লুডু খেলায়

প্রতীকী ছবিপ্রথম আলো

ভারতে এখন বিয়ের মৌসুম চলছে। এই মৌসুমেই বিয়ে করতে গেছেন বর। আর সেখানেই বিয়ের ধর্মীয় রীতিনীতির কাজ চলার সময় তাঁকে নিজের মুঠোফোনে লুডু খেলতে দেখা যায়। ওই বরের এমন কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিয়েছেন একজন ব্যবহারকারী। ছবিতে দেখা যায়, দুই বন্ধু বরকে আড়াল করে রেখেছেন। এ সময় তিনি অনলাইনে লুডু খেলায় মজে আছেন। বিয়েতে উপস্থিত একজন পুরোহিত ও একজন আলোকচিত্রীকেও ছবিতে দেখা যায়।

সর্বশেষ দেখা যায়, এক্সে ৪ লাখ ৬৫ হাজার ব্যবহাকারী ছবিটি দেখেছেন। ছবিতে বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তাঁর নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।’

ছবিটি ভাইরাল হওয়ার পর নানা শ্রেণিপেশার মানুষ এতে মজার ও কৌতুককর মন্তব্য করতে থাকেন।

একজন ব্যবহারকারী লিখেলেছেন, ‘এটি বাংলার কোনো বিয়ের অনুষ্ঠান। সত্যি কথা বলতে গেলে, তাঁকে দোষ দেওয়া যায় না। কারণ, সেখানকার বিয়েতে মাঝেমধ্যে এমন কাণ্ড দেখা যায়।’

আরেক ব্যবহারকারী বলেছেন, ‘পরিষ্কারভাবে তিনি তাঁর জীবনের অগ্রাধিকার ঠিক করে নিয়েছেন। এ জন্য তাঁকে ভালোবাসা।’

কিছু ব্যবহারকারী জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের তুচ্ছ কাজ করে ধর্মীয় রীতিনীতি এবং কনের প্রতি সম্মান না দেখানোয় বরের সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি যদি কনে হতাম, আমি বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে যেতাম।’ আরেকজন তাঁর সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন, ‘সত্যি কথা!’

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গত মাসে বিয়ের মৌসুম শুরু হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই মৌসুম চলবে।