লোকসভা নির্বাচনে জয়ের পর মণিপুরে গেলেন রাহুল গান্ধী
ভারতের মণিপুর রাজ্যের দুটি আসনে লোকসভা নির্বাচনে জয়ের পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সোমবার প্রথমবারের মতো সেই রাজ্য সফরে গেছেন। দুপুর ১২টা নাগাদ তিনি পশ্চিম মণিপুরের জিরিবামে সাম্প্রতিক সহিংসতায় আশ্রয়হীন পরিবারের সঙ্গে ত্রাণশিবিরে দেখা করেছেন। এরপর তাঁর দক্ষিণ মণিপুরের চূড়াচাঁদপুর এবং মধ্য মণিপুরের মইরাংয়ের ত্রাণশিবিরেও যাওয়ার কথা।
রাহুল গান্ধী নির্বাচনের আগে তাঁর দ্বিতীয় পদযাত্রা শুরু করেছিলেন মণিপুর থেকে। নির্বাচনে দুটি আসনে কংগ্রেসের জয়ের পর তাঁর এই সফর নিয়ে মণিপুরে আগ্রহ তুঙ্গে। সন্ধ্যায় তাঁর মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গেও দেখা করার কথা।
রাহুল গান্ধী মণিপুরে পৌঁছেছেন দক্ষিণ আসামের শিলচর থেকে। সেখানে তিনি বন্যাদুর্গত পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন। এরপরই উড়ে যান মণিপুরে।
আজ ভোরের দিকে জিরিবাম জেলার ফাইটোল গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। মণিপুরে চলমান জাতিগত সংঘর্ষের কারণে জেলায় উত্তেজনা বেড়েছে। কুকি-জো ও মেইতেই—উভয় সম্প্রদায়ের সদস্যদের কিছু বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, ফাইটোল গ্রামের কাছে একটি পুলিশ ফাঁড়ি মেরামত করা হচ্ছিল। আজ ভোর তিনটার দিকে, পুলিশ ফাঁড়িতে আগুনের খবর ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর ওপর পাহাড়ের ওপর থেকে গুলি চালানো হয়।
গত বছরের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত দাঙ্গা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সফল হয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। মণিপুরে বিপুলসংখ্যক রাজ্য ও কেন্দ্রীয় ফৌজ মোতায়েন করলেও সহিংসতা চলছে। বিষয়টি নিয়ে পার্লামেন্টে কথা বলেছেন রাহুল গান্ধী, মহুয়া মৈত্র ও মণিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য বিমল আকিওজাম।
কেন্দ্রীয় সরকার একটি বিশেষ দল গঠন করে মণিপুরে শান্তি ফেরানোর শপথ নিলেও এখন পর্যন্ত সেখানে শান্তি ফেরেনি। এই মুহূর্তে সেখানে বিপুলসংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।