বিজেপি আমাদের গুঁড়িয়ে দিতে পারবে না: কেজরিওয়াল
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর দলের নেতাদের একে একে তুলে নিয়ে গ্রেপ্তার করার অভিযোগ করেছেন। কেজরিওয়াল বলেন, বিজেপি সরকারের সর্বশেষ লক্ষ্যবস্তু হয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী বৈভব কুমার। স্বাতী মালিওয়াল মামলা নিয়ে কেজরিওয়াল তাঁর প্রথম প্রতিক্রিয়া হিসেবে বিজেপি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সংসদ সদস্য স্বাতী মালিওয়ালকে নিয়ে উত্তাল ভারতের জাতীয় রাজনীতি। পাল্টাপাল্টি অভিযোগে সরগরম দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন স্বাতী।
ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল উঠেছে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনেই স্বাতীকে নির্যাতনের অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন স্বাতী। গতকাল শনিবার দুপুরে বৈভবকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনা নিয়ে কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর বাড়িতেই স্বাতীকে নিগ্রহের ঘটনার পরও কেজরিওয়াল কেন মুখ খোলেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব।
এ নিয়ে কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টিকে গুঁড়িয়ে বা দাবিয়ে রাখা যাবে না। তিনি রোববার দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিজেপির দিল্লির কার্যালয়ে যাবেন। সেখানে সরকারি দল চাইলে সব জ্যেষ্ঠ নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করতে পারবে।