টানা ২০ দিন বেলুনে বিশ্বভ্রমণ, প্রথম টুইট বার্তা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২১ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
বেলুনে বিশ্বভ্রমণ
প্রথমবারের মতো হট-এয়ার বেলুনে চড়ে বিরতিহীনভাবে বিশ্বভ্রমণ করেন সুইজারল্যান্ডের বেট্রার্ন্ড পিকার্ড ও যুক্তরাজ্যের ব্রায়ান জোনস। ২০ দিনের এই ভ্রমণ শেষে ১৯৯৯ সালের এই দিনে তাঁরা মিসরের কায়রোয় অবতরণ করেন। ‘ব্রেইটিলং অরবিটার ৩’ নামের এই বেলুন তৈরি করে ইংল্যান্ডের বিস্ট্রলভিত্তিক বেলুন নির্মাতাপ্রতিষ্ঠান ক্যামেরুন বেলুনস।
দাবায় নয়া নজির
মার্কিন দাবা চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক জেমস মার্শাল এক অনন্য নজির গড়েছেন এই দিনে। ১৯১৬ সালের এই দিনে তিনি একসঙ্গে ১০৫টি খেলায় অংশ নেন। ওয়াশিংটনে দাবার ওই আসর বসেছিল।
প্রথম টুইট
বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যমগুলোর একটি টুইটার। ২০০৬ সালের এই দিনে প্রথম টুইট করা হয়। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি প্রথম টুইট করেন। টুইটারের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
ক্ষমতায় বিসমার্ক
জার্মানিতে ১৮৭১ সালের এই দিনে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক। তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর। তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়। ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি।
পাবলো জর্জেস গার্সিয়ার জন্ম
মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট বেনিতো পাবলো জর্জেস গার্সিয়ার জন্ম ১৮০৬ সালের এই দিনে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম রাজনীতিক হিসেবে তিনি ১৮৫৮ সালে দেশটির প্রেসিডেন্ট হন।