ইতিহাসের এই দিনে: লেনিনগ্রাদ থেকে পিছু হটে জার্মান বাহিনী
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরটি প্রায় ৯০০ দিন অবরোধ করে রেখেছিল নাৎসি জার্মান বাহিনী। ওই দিনে সোভিয়েত বাহিনী জার্মানদের পিছু হটাতে সফল হয়। মুক্ত হয় লেনিনগ্রাদ। তবে অবরোধের সময় শীত, ক্ষুধা আর অসুস্থতায় লেনিনগ্রাদে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়।
ভিয়েতনাম যুদ্ধ বন্ধে চুক্তি
১৯৭৩ সালের ২৭ জানুয়ারি। ফ্রান্সের প্যারিসে সই হয় প্যারিস শান্তি চুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা ভিয়েতনাম যুদ্ধের ইতি টানা হয়। চুক্তির পক্ষে ছিল যুক্তরাষ্ট্র, দক্ষিণ ভিয়েতনাম, ভিয়েত কং ও উত্তর ভিয়েতনাম।
বাজারে আসে আইপ্যাড
অ্যাপলের প্রথম ট্যাবলেট কম্পিউটার (আইপ্যাড) বাজারে আসে ২০১০ সালের ২৭ জানুয়ারি। প্রতিষ্ঠানটির তখনকার সিইও স্টিভ জবস যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এক সংবাদ সম্মেলনে আইপ্যাড উন্মোচন করেন। স্ক্রিন বড় হওয়ায় গেম খেলা, বই পড়া ও ভিডিও দেখা সুবিধাজনক বলে আইপ্যাড দ্রুত জনপ্রিয়তা পায়।
মুক্ত হন অশউইতজের বন্দীরা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানদের অন্যতম বৃহত্তম বন্দিশিবির ছিল অশউইতজ। পুরো ইউরোপ থেকে ইহুদিদের ধরে এনে এখানে নির্মম নির্যাতন করা হতো। হত্যা করা হতো। ১৯৪৫ সালের ২৭ জানুয়ারি সোভিয়েত সেনারা এ শিবিরে প্রবেশ করেন। মুক্ত করেন সেখানে থাকা বন্দীদের। ওই সময় শিবিরটিতে সাত হাজারের বেশি বন্দী ও কয়েক শ সেনা ছিলেন। বর্তমানে দিনটিকে ‘ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমবারেন্স ডে’ হিসেবে পালন করা হয়।