গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। মুম্বাইয়ে ওয়ার্ল্ড কংগ্রেস অব অ্যাকাউন্ট্যান্টসে, ১৯ নভেম্বর ২০২৪ছবি: এএফপি

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির কৌঁসুলিরা এসব গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এরপরই গৌতম আদানি ও তাঁর ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

সাগর আদানি গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠান আদানি গ্রিনের পরিচালক। তা ছাড়া বর্তমানে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটির ‘কৌশলগত ও আর্থিক বিষয়গুলো’ তদারকি করেন।

গতকাল বুধবার অভিযোগে বলা হয়েছিল, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।

মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিরা বলেছেন, আসামিরা ভারতীয় কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিলেন। বিনিময়ে তাঁদের ২০ বছরের মেয়াদে এমন কিছু প্রকল্পের কাজ দেওয়ার কথা ছিল, যেখান থেকে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল। তা ছাড়া এসব ঘুষের বিনিময়ে আদানি গ্রুপকে ভারতে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ দিতেও সম্মত হয়েছিলেন অভিযুক্ত ভারতীয় কর্মকর্তারা।

এক বিবৃতিতে আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন। পাশাপাশি তারা ‘সম্ভাব্য সব আইনি ব্যবস্থা’ গ্রহণের কথা জানিয়েছেন।

আরও পড়ুন