স্পেনে রাজনীতিবিদের ওপর নজরদারি, গোয়েন্দাপ্রধান বরখাস্ত

পাজ এস্তেবান
ছবি : ফেসবুক থেকে নেওয়া

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে স্পেনে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির তথ্য প্রকাশের পর দেশটির গোয়েন্দাপ্রধান পাজ এস্তেবানকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে স্পেনের এল পায়েস সংবাদপত্রেও প্রতিবেদন হয়েছে।

ইসরায়েলের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি নজরদারির সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার। এটি ব্যবহার করে কাতালান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে জড়িত ৬০ জনের বেশি ব্যক্তির ওপর নজরদারি করা হচ্ছে বলে গত মাসে কানাডার ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা সিটিজেন ল্যাব জানায়। এরপরই নড়েচড়ে বসে দেশটির বামপন্থী দল ইআরসি। স্প্যানিশ সংখ্যালঘু সরকারের প্রধান মিত্র দলটির পক্ষ থেকে বলা হয়, রাজনীতিবিদদের আস্থা ফেরাতে মাদ্রিদ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সরকারকে সমর্থন করবে না।

এরপর স্পেনের সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলসের মুঠোফোনে পেগাসাস স্পাইওয়্যার শনাক্ত করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীসহ আইনপ্রণেতাদের মুঠোফোনে নজরদারির বিষয়ে কংগ্রেসে শুনানির জন্য হাজির হতে বলা হয়ে এস্তেবানকে।

স্পেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সেন্টারের গোয়েন্দা কর্মকর্তা এস্তেবান ২০২০ সালে দেশটির গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ পান। নজরদারি চালানোর বিষয়ে কংগ্রেস কমিটির সামনে শুনানিতে হাজির হন এস্তেবান। শুনানিতে উপস্থিত আইনপ্রণেতারা বলেন, কাতালান স্বাধীনতার পক্ষের ১৮ ব্যক্তির ফোনে নজরদারি চালানোর কথা স্বীকার করেন তিনি। তবে এগুলো আদালতের নিয়মের মধ্যে থেকেই করেছেন বলে দাবি করেন তিনি।

তবে এর বাইরে প্রধানমন্ত্রীসহ অন্য যাঁদের ফোনে নজরদারি করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। নজরদারির বাকি ঘটনাগুলোর বিষয়ে স্পেন সরকারের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে তারা বলেছে, পুরো বিষয়টির তদন্ত করছে। যদিও দেশটিতে প্রধানমন্ত্রীর ফোনে নজরদারির বিষয়টি নিয়ে অস্বস্তি বাড়ছে।

ইআরসি নেতা ওরিওল জাঙ্কেরাস বলেন, সরকার নজরদারির দায় না নিলে তার দল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে।

দলটির আইনপ্রণেতা গ্যাব্রিয়েল রুফিয়ান দেশটির গোয়েন্দাপ্রধান এস্তেবানকে বরখাস্তের সিদ্ধান্ত সমর্থন করে বলেন, এটা যৌক্তিক হয়েছে। এখন কিছু নথি সামনে আনলে এবং তদন্ত কমিটি গঠন করলে তা আরও ভালো হবে।

আরও পড়ুন
আরও পড়ুন