সেভেরোদোনেৎস্কের এক-তৃতীয়াংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে: বিচ্ছিন্নতাবাদী নেতা

দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় এলাকাটি ঘুরে দেখছেন এক পুলিশ কর্মকর্তা
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তবে শহরটি দখলে নিতে তাদের ধারণার চেয়ে বেশি সময় লাগছে। মস্কো–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস আজ মঙ্গলবার সকালে এ কথা জানিয়েছে।

স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের নেতা লিওনিড পাসেচনিক বলেন, ‘আমরা এখনই বলতে পারি, সেভেরোদোনেৎস্কের এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

রুশ গণমাধ্যমকে লিওনিড পাসেচনিক আরও বলেন, শহরে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তবে যেমনটা আশা করা হয়েছিল, সেভাবে দ্রুত অগ্রসর হতে পারছে না রুশ বাহিনী। তিনি বলেন, ‘সর্বোপরি আমরা শহরের অবকাঠামো অক্ষত রাখতে চাই।’
তাস জানায়, সেভেরোদোনেৎস্ক এলাকায় কয়েকটি বড় রাসায়নিক কারখানা থাকায় রুশ সেনাদের অগ্রগতি জটিলতার মুখে পড়ে।

আরও পড়ুন

এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, সেভেরোদোনেৎস্ক শহরের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকণ্ঠ রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা শহরে অবস্থান পোক্ত করে চলেছে।

সবশেষ পর্যালোচনায় আইএসডব্লিউ বলেছে, দক্ষিণ দিক থেকে সেভেরোদোনেৎস্ককে পুরোপুরি ঘিরে ফেলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। শহরের দক্ষিণে তোশকিভকা, উস্তিনিভকা, ভরোনভ, বরিভস্কে ও মিতোলকিনে লড়াই চলছে বলে ইউক্রেনীয় ও রুশ সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটি আরও বলেছে, সেভেরোদোনেৎস্কের অভিযান জোরদার করতে রুশ বাহিনী আরও সেনা ও সরঞ্জাম ওই এলাকায় স্থানান্তর করছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেন যুদ্ধে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের সমন্বয়ে গঠিত দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার প্রাথমিক লক্ষ্য।

অবশ্য ওই অঞ্চলের একটি বড় অংশ আগে থেকেই রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক দখল করতে পারলে পুরো লুহানস্কের কার্যকর নিয়ন্ত্রণ নিতে পারবে মস্কো।