শার্লি এবদোতে হামলায় মূল আসামির ৩০ বছর কারাদণ্ড
ফ্রান্সে রম্য সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মূল আসামি আলী রিজা পোলাতকে ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল বুধবার ফ্রান্সের একটি আদালত এ রায় দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত ১৪ আসামির মধ্যে ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য তিনজন পলাতক। মূল আসামি আলী রিজা পোলাতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তাই তাঁকে আদালত ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেন। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৫ সালের জানুয়ারিতে শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ছাড়া ইহুদি মালিকানাধীন একটি সুপারমার্কেটেও হামলা চালানো হয়েছিল। তখন সন্ত্রাসী হামলায় মোট ১৭ জন নিহত হন। গত বুধবারের রায়ে ১৪ আসামির প্রত্যেকেই বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১৫ সালের সন্ত্রাসী হামলার অপরাধী চক্রের সঙ্গে তাঁদের সবারই সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। আদালতে উপস্থিত ১১ জনের মধ্যে ছয়জনের ওপর থেকে সন্ত্রাসবাদী অপরাধের দায় প্রত্যাহার করা হয়। কারণ, তাঁরা তুলনামূলক কম মাত্রার অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৫ সালের প্যারিস হামলার ঘটনায় করা মামলার বিচার কার্যক্রম করোনাভাইরাস মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে দিতে হয়েছিল। এর মধ্যে ফ্রান্সে নতুন করে সন্ত্রাসবাদী হামলা ঘটতে দেখা যাচ্ছে।
২০১৫ সালের ৭ থেকে ৯ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে কয়েক দফা সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। প্রথমে ৭ তারিখে হামলা চালানো হয় শার্লি এবদো ম্যাগাজিনের প্যারিস কার্যালয়ে। সেখানে মোট ১১ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এর মধ্যে ছিলেন শার্লি এবদোর ৫ জন কার্টুনিস্ট। পরে ৮ জানুয়ারি এক হামলায় নিহত হন একজন নারী পুলিশ কর্মকর্তা। এর পরদিন একটি সুপারমার্কেটে চালানো হয়েছিল সন্ত্রাসী হামলা। এতে ওই সুপারমার্কেটের এক কর্মচারীসহ মোট চারজনের মৃত্যু হয়। ওই ঘটনায় এক হামলাকারীও নিহত হন।