রকেটের পাশে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছেন ইউক্রেনের এক নাগরিক

ছবি ভিডিও থেকে নেওয়া

বাসার  রান্নাঘরে রকেট। আর সেই রকেটের পাশে দাঁড়িয়ে দিব্যি দাড়ি কামাচ্ছেন ইউক্রেনীয় এক নাগরিক। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

রেডিট অনলাইনে প্রচার হওয়া ভিডিওতে দেখা যায়, রকেটটি ছাদ ফুটো করে কীভাবে রান্নাঘরে গিয়ে পড়েছে সেটি দেখাচ্ছেন ওই ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘রাশিয়ার  রকেট একজন ইউক্রেনীয়র বাসায় ঢুকে পড়েছে।’ রকেটটি অবিস্ফোরিত বলেও জানানো হয়েছে ওই ভিডিওতে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই ইন্টারনেটে ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, নিজের ঘরে একটা ক্ষেপণাস্ত্র পড়ে থাকার পরও একজন মানুষ কীভাবে এত শান্ত ও নির্বিকার থাকতে পারেন, তারা তা বিশ্বাস করতে পারছেন না।

একজন মন্তব্য করেন, ‘যদি একটা মাকড়সা থাকে, আমি আমার কক্ষে যাব না। আর এই ব্যক্তি রকেট পাশে নিয়ে শেভ করছেন।’ আরেকজন বলেন, জিনিস একটা? এটা কি আস্ত একটা রকেট নয়?’

ভিডিওটি প্রকাশকারী জানান, এটি একটি রকেটের ওপরের অংশ। এটি বিস্ফোরিত হয়নি। এটি কোথাও থেকে উড়ে এসে পড়েছে।

গতকাল রোববার মধ্য কিয়েভের শেভচেঙ্কিভস্কিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগ বলছে, রুশ গোলাবর্ষণের ফলে নয়তলা একটি ভবনে আগুন ধরে যায়। হামলায় ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। দুটি ভবন খালি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন