ভ্যাটিকানে পোপের সঙ্গে ‘স্পাইডারম্যান’
ভ্যাটিকানে গত বুধবার পোপ ফ্রান্সিসের সাধারণ দর্শনার্থীদের মধ্যে এক ভিন্নধর্মী অংশগ্রহণকারীকে দেখা গেছে। তিনি ‘স্পাইডারম্যান’।
কমিক ও মুভির চরিত্র স্পাইডারম্যানের লাল-কালো-নীল পোশাক পরে তিনি হাজির হয়েছিলেন ভ্যাটিকানের সান ডামাসো কোর্টইয়ার্ডে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রাখা আসনে স্পাইডারম্যানের পোশাক পরে একজনকে চুপচাপ বসে থাকতে দেখা যায়।
মাস্ক আর স্পাইডারম্যান সাজা এই ব্যক্তির নাম মাত্তিয়া ভিলারদিতা (২৭)। তিনি ইতালির বাসিন্দা।
মাত্তিয়া সুপারহিরো কস্টিউম পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সারিতে আসন পেয়েছেন মূলত তাঁর কাজের জন্যই। তিনি হাসপাতালে অসুস্থ শিশুদের আনন্দ দিতে সুপারহিরো পোশাক পরে হাজির হন। পরে তিনি পোপের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে স্পাইডারম্যান মাস্ক তুলে দেন।
গত বছর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ভিলারদিতাকে তাঁর কাজের জন্য পুরস্কৃত করেছিলেন।