২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রিটিশ রানির সিংহাসন গ্রহণের ৭০ বছর উদ্‌যাপন শুরু

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর ধরে রাজসিংহাসনে রয়েছেন
ফাইল ছবি : রয়টার্স

শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্লাটিনাম জুবিলি উদ্‌যাপন অনুষ্ঠানে হাসিমুখে অংশ নিয়েছেন ব্রিটিশ রানি এলিজাবেথ দ্বিতীয়। গত রোববার উইন্ডসর ক্যাসলের কাছে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয় ‘আ গ্যালপ থ্রো হিস্টোরি’। অনুষ্ঠানে ৯৬ বছর বয়সী ব্রিটিশ রানিকে লাঠিভর দিয়ে হাঁটতে দেখা গেছে।

যদিও গত সপ্তাহে অসুস্থতার কারণে ব্রিটিশ পার্লামেন্টের শুরুর অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি। ১৯৬৩ সালের পর এই প্রথম তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে অনুপস্থিত ছিলেন। প্লাটিনাম জুবিলি উদ্‌যাপন অনুষ্ঠানে হলিউড অভিনেতা টম ক্রুজ ও হেলেন মিরেনের নেতৃত্বে তারকাসজ্জিত অশ্বারোহীরা রানিকে দাঁড়িয়ে অভিনন্দন জানান। ইদানীং খুব বেশি জনসমক্ষে না এলেও গত শুক্রবার একই ভেন্যুতে রানি রয়্যাল উইন্ডসর ঘোড়দৌড়ে প্রায় এক ঘণ্টা সময় কাটিয়েছেন।

গত অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে যেতে হয়েছে রানি এলিজাবেথকে। সে সময় শারীরিক দুর্বলতা ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে জনসমাগম এড়িয়ে থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাঁকে সর্বশেষ গত মার্চের শেষ দিকে তাঁর প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবে মেমোরিয়াল সার্ভিসে জনসমক্ষে দেখা গেছে।

রাজকীয় কর্মকাণ্ডে রানি এলিজাবেথের কম উপস্থিতি এবং বছরের শুরুর দিকে করোনার সঙ্গে লড়াই সিংহাসনে রেকর্ড ৭০তম বছরে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রানি এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উপলক্ষে চার দিনব্যাপী উদ্‌যাপনের পরিকল্পনা করা হয়েছে জুনের প্রথম দিকে। অনুষ্ঠানের মধ্যে সামরিক কুচকাওয়াজের পাশাপাশি পিকনিক, একটি কনসার্টসহ রয়েছে নানা আয়োজন।